রাশিবিজ্ঞান কী ? শিক্ষাগত রাশিবিজ্ঞান কী ? শিক্ষাগত রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি উল্লেখ কর।
উঃ- যে বিজ্ঞানের সাহায্যে কোন বিশেষ সময়ে ভিন্ন ভিন্ন বস্তুকে বা ভিন্ন ভিন্ন সময়ে কোন বিশেষ বস্তুকে পর্যবেক্ষণ দ্বারা রাশি তথ্যের সংকলন করে তাদের তাৎপর্য নির্ণয় করা হয়, তাকে বলা হয়
রাশিবিজ্ঞান।
রাশিবিজ্ঞান।
শিক্ষাগত রাশিবিজ্ঞান হল মূল রাশিবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। এখানে শিক্ষাক্ষেত্রের নানা শিক্ষামূলক তথ্যের উপর মূল রাশিবিজ্ঞানের নীতি ও পদ্ধতিগুলি প্রয়োগ করে তাদের বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় করা হয়।
শিক্ষাগত রাশিবিজ্ঞানের উপযোগিতাঃ-
শিক্ষাগত রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি হল—
১) শিক্ষাগত রাশিবিজ্ঞানের সাহায্যে খুব সহজে শিক্ষামূলক নানা তথ্যের প্রকৃত বিবরণ দেওয়া যায়।
২) শিক্ষাগত রাশিবিজ্ঞানের সাহায্যে শিক্ষার্থী সম্পর্কিত তথ্যাবলিকে অর্থপূর্ণ ও বোধগম্য ভাবে পরিবেশন করা যায়।
৩) শিক্ষাগত রাশিবিজ্ঞানের সাহায্যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
৪) শিক্ষাগত রাশিবিজ্ঞানের সাহায্যে সামগ্রিক ভাবে কোন শিক্ষা পরিকল্পনার যথার্থতা বিচার করা যায়।
৫) শিক্ষাগত রাশিবিজ্ঞানের সাহায্যে শিক্ষামূলক তথ্যগুলির মধ্যে তুলনামূলক বিচার করা যায়।