১) শিখন কাকে বলে ? শিখনের মূল বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।

উঃ- শিখন - অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণধারার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন।
শিখনের মূল বৈশিষ্ট্য গুলি হল---
i) উদ্দেশ্যমুখী প্রক্রিয়া
শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। কারণ, শিখন প্রক্রিয়া সম্পাদনের পিছনে ব্যক্তির
কোন না কোন উদ্দেশ্য কাজ করে।
ii) চাহিদা নির্ভর প্রক্রিয়া
শিখন একটি চাহিদা নির্ভর প্রক্রিয়া। মানুষ তার নিজস্ব কোন চাহিদা পূরণের জন্যই শিক্ষা গ্রহণ করে থাকে।
iii) অভিযোজনমূলক প্রক্রিয়া
শিখনলব্ধ অভিজ্ঞতা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে থাকে।
iv) সর্বজনীন প্রক্রিয়া
শিখন প্রক্রিয়া শুধুমাত্র মানুষের মধ্যে লক্ষ্য করা যায় না। প্রায় সকল প্রাণীর মধ্যে শিখন প্রক্রিয়া লক্ষ্য করা যায়।
v) অনুশীলন নির্ভর প্রক্রিয়া
শিখন একটি অনুশীলন নির্ভর প্রক্রিয়া। কারণ, শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন। অনুশীলন যত বেশী হবে শিখনলব্ধ অভিজ্ঞতার সংরক্ষণ তত দৃঢ় হবে।
vi) আচরণ পরিবর্তনের প্রক্রিয়া
শিখনের মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে।
vii) সঞ্চালনমূলক প্রক্রিয়া
শিখনলব্ধ অভিজ্ঞতা ব্যক্তি এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে সঞ্চালিত করতে পারে।
viii) নিরবিচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া
শিখন একটি নিরবিচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ, জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয় এবং চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।