৪) পরিণমন কী ? পরিণমন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।


উঃ-পরিণমন জৈবিক বিকাশের দরুন বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলন ছাড়াই আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন।
পরিণমন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য গুলি হল
i) বিকাশের প্রক্রিয়া
পরিণমন হল একটি বিকাশমুখী প্রক্রিয়া যার ফলে ব্যক্তির আচরণ ধারার মধ্যে পরিবর্তন
আসে এবং ব্যক্তি নতুন নতুন কর্মদক্ষতা লাভ করে।
ii) স্বাভাবিক প্রক্রিয়া
পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোন উদ্দীপক পরিস্থিতির নিয়ন্ত্রন ছাড়াই পরিণমন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে শিশুর মধ্যে সংগঠিত হয়।
iii) অচেষ্টিত প্রক্রিয়া
পরিণমনের জন্য ব্যক্তিকে কোনরকম প্রচেষ্টা চালাতে হয় না। ব্যক্তির অজান্তেই তার মধ্যে পরিণমন প্রক্রিয়া সংগঠিত হয়।
iv) নির্দিষ্ট বয়স ভিত্তিক প্রক্রিয়া
পরিণমন একটি নির্দিষ্ট বয়স ভিত্তিক প্রক্রিয়া । অর্থাৎ, পরিণমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যক্তির মধ্যে সংগঠিত হয়।
v) প্রশিক্ষণ নির্ভর নয়
পরিণমন প্রক্রিয়ার জন্য কোন প্রকার প্রশিক্ষণ এর প্রয়োজন হয় না।
vi) জৈবিক বিকাশের প্রক্রিয়া
পরিণমন নির্ভর করে ব্যক্তির অভ্যন্তরীণ জৈবিক কেন্দ্র গুলির স্বাভাবিক বিকাশের উপর। ব্যক্তির জৈবিক কেন্দ্রের বিকাশে কোন ব্যাঘাত ঘটলে, তার পরিণমনও ত্রুটিপূর্ণ হয়।
Vii) স্বাভাবিক দক্ষতা অর্জনের প্রক্রিয়া
পরিণমনের ফলে ব্যক্তির শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে ব্যক্তির মধ্যে বিশেষ বিশেষ দক্ষতা বৃদ্ধি পায়।