Aims of Secondary Education According to Secondary Commission (1952-53).

মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী কী সুপারিশ করেছেন ?
উঃ- ১৯৫২ সালে ডঃ লক্ষ্মণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে গঠিত মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কতকগুলি সুপারিশ করেছিলেন। কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে
i) গণতান্ত্রিক ভারতের জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা।
ii) ভারতের জাতীয় উন্নতির জন্য জাতীয় সম্পদ সৃষ্টি করা।
iii) শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে সহায়তা করা
iv) জীবনের মানের উন্নয়ন ঘটানো।
v) শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা।
vi) মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির উপযোগী করে গড়ে তোলা।
vii) মাধ্যমিক শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো।
viii) শিক্ষার্থীদের মধ্যেকার সৃজনশীল ক্ষমতার বিকাশ সাধন করা।