উঃ- শিখন ও পরিণমন উভয়ই ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া এবং
উভয়েই ব্যক্তি জীবনে উন্নতি সাধন করে। তথাপি উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেগুলি হল—
শিখন
|
পরিণমন
|
১) শিখন হল একটি
জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ, এই প্রক্রিয়া ব্যক্তিজীবনে মৃত্যুকাল পর্যন্ত চলে।
|
১) পরিণমন একটি নির্দিষ্ট সময়ভিত্তিক প্রক্রিয়া। অর্থাৎ, ব্যক্তিজীবনে একটি নির্দিষ্ট সময় বা বয়স পর্যন্ত এই প্রক্রিয়া
চলে। তার পর এই
প্রক্রিয়া শেষ হয়ে যায়।
|
২) শিখনের ক্ষেত্রে
ব্যক্তি সচেতন প্রচেষ্টায় অগ্রসর হয়।
|
২) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তি সচেতন থাকে না।
|
৩) শিখনের ক্ষেত্রে
ব্যক্তির আত্মসক্রিয়তা একান্ত প্রয়োজন।
|
৩) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তি সক্রিয় থাকে না।
|
৪) শিখন একটি কৃত্রিম
প্রক্রিয়া।
|
৪) পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
|
৫) শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর তথা ব্যক্তির পূর্ব মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়।
|
৫) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তির পূর্ব মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়
না।
|
৬) শিখন প্রক্রিয়া
শিক্ষার্থী তথা ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে।
|
৬) পরিণমন প্রক্রিয়া ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে না।
|
৭) শিখন হল একটি মানসিক প্রক্রিয়া।
|
৭) পরিণমন হল একটি জৈবিক প্রক্রিয়া।
|
৮) শিখনে শিক্ষার্থীর
তথা ব্যক্তির অতীত অভিজ্ঞতার প্রয়োজন হয়।
|
৮) পরিণমনে ব্যক্তির অতীত অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
|
৯) শিখনের জন্য
অনুশীলনের প্রয়োজন হয়।
|
৯) পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয় না।
|