Definition and Merit, Demerits of Mean.

গড় কী ? গড়ের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ কর
উঃ- সমজাতীয় কতকগুলি অসম পরিমাণ বস্তুর পরিমাপের সমতা যে সংখ্যা মানের সাহায্যে পরিবেশন করা হয়, তাকে বলা হয় গড় বা Mean
গড়ের সুবিধাঃ-
গড়ের সুবিধাগুলি হল
) গড় সর্বাপেক্ষা নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
) গাণিতিক গড় বিভিন্ন বণ্টনের মধ্যে তুলনা করতে সাহায্য করে
) গড়ের সাহায্যে একই বণ্টনের মধ্যেকার বিভিন্ন স্কোরের মধ্যে তুলনা করা যায়
) সহজেই যে কোন বণ্টনের গড় নির্ণয় করা যায়
গড়ের অসুবিধাঃ-
গড়ের অসুবিধাগুলি হল
) কেবলমাত্র তথ্যের পর্যবেক্ষণ করে গড় নির্ণয় করা যায় না
) গড় নির্ণয়ের সময় একগুচ্ছ তথ্যের মধ্যে কোন একটি তথ্য বাদ গেলে গড় নির্ণয় নির্ভুল হয় না
) গড় স্কোরগুচ্ছের যে কোন একটি স্কোরের বাড়া কমার দ্বারা প্রভাবিত হয়
) গড়ের দ্বারা কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে সময় লাগে