Difference between Learning and Maturation.

শিখন ও পরিণমনের পার্থক্য উল্লেখ কর
উঃ- শিখন ও পরিণমন উভয়ই ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া এবং উভয়েই ব্যক্তি জীবনে উন্নতি সাধন করে
তথাপি উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে
সেগুলি হল
১) শিখন হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ, এই প্রক্রিয়া ব্যক্তিজীবনে মৃত্যুকাল পর্যন্ত চলে।
১) পরিণমন একটি নির্দিষ্ট সময়ভিত্তিক প্রক্রিয়া। অর্থাৎ, ব্যক্তিজীবনে একটি নির্দিষ্ট সময় বা বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলে। তার পর এই প্রক্রিয়া শেষ হয়ে যায়।
২) শিখনের ক্ষেত্রে ব্যক্তি সচেতন প্রচেষ্টায় অগ্রসর হয়।
২) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তি সচেতন থাকে না।
৩) শিখনের ক্ষেত্রে ব্যক্তির আত্মসক্রিয়তা একান্ত প্রয়োজন।
৩) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তি সক্রিয় থাকে না।
৪) শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া।
৪) পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
৫) শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর তথা ব্যক্তির পূর্ব মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়।
৫) পরিণমনের ক্ষেত্রে ব্যক্তির পূর্ব মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না।
৬) শিখন প্রক্রিয়া শিক্ষার্থী তথা ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে।
৬) পরিণমন প্রক্রিয়া ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে না।
৭) শিখন হল একটি মানসিক প্রক্রিয়া।
৭) পরিণমন হল একটি জৈবিক প্রক্রিয়া।
৮) শিখনে শিক্ষার্থীর তথা ব্যক্তির অতীত অভিজ্ঞতার প্রয়োজন হয়।
৮) পরিণমনে ব্যক্তির অতীত অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
৯) শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়।
৯) পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয় না।