Relation Between Interest and Attention.

আগ্রহ ও মনোযোগের সম্পর্ক আলোচনা কর।

উঃ- আগ্রহের সঙ্গে মনোযোগের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আগ্রহ ছাড়া মনোযোগ সম্ভব নয়। যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আছে, তার প্রতি আমরা মনযোগী হই। আর যার প্রতি আমাদের আগ্রহ নেই, তার প্রতি আমরা মনযোগী হই না। তাই মনোযোগের প্রধান
পরিচালক ও নিয়ন্ত্রক হল আগ্রহ। আগ্রহই মনোযোগের মাত্রা ও স্থায়িত্ব নির্ধারণ করে দেয়। আগ্রহের মাত্রা যত বেশী হবে, মনোযোগের মাত্রাও তত বেশী হবে।

তাছাড়া মনোযোগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বস্তুর নির্বাচন। মনোযোগের মাধ্যমে ব্যক্তি একটা বিশেষ মুহূর্তে অনেকগুলি বস্তু থেকে কোন একটি বিশেষ বস্তুকে নির্বাচন করে। এক্ষেত্রে বস্তুর নির্বাচন আগ্রহের দ্বারা হয়ে থাকে। ব্যক্তির বা শিশুর যে বিষয়ে আগ্রহ আছে সেই বস্তুকেই সে মনোযোগের জন্য নির্বাচন করে। সুতরাং, আগ্রহ ও মনোযোগ পরস্পর সম্পর্ক যুক্ত।


তাই, ম্যাকডুগাল (McDougall) বলেছেনআগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল আগ্রহের সক্রিয় অবস্থা। মনোবিদ রস (Ross) বলেছেন আগ্রহ ও মনোযোগ হল একই মুদ্রার দুটি পিঠ।