THURSTON'S Multiple Factor Theory.

থার্স্টোনের বহু উপাদান তত্ত্ব আলোচনা কর।

উঃ- মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ছাড়া আর একটি গুরুত্বপূর্ণ মতবাদ বা তত্ত্ব হল বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব। এই মতবাদের প্রবর্তক হলেন থার্স্টোন। থার্স্টোন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সবশেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে মানুষের সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি হল কতকগুলি পরস্পর নিরপেক্ষ
স্বাধীন প্রাথমিক মানসিক উপাদান বা ক্ষমতার সমবায় বা দল। তার মতে এই মানসিক উপাদান বা ক্ষমতার সংখ্যা সাতটি। প্রত্যেক মানুষ এই সাতটি মানসিক উপাদান নিয়ে জন্মায়। এই সব মানসিক উপাদান গুলি বিভিন্ন বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনা মূলক কাজ সম্পাদনের জন্য হয় একত্রে প্রয়োজন হয়, না হলে ভিন্ন ভিন্ন পরিমাণে ভিন্ন ভিন্ন সংখ্যায় প্রয়োজন হয়।

এই সাতটি মানসিক উপাদান হল— ১) স্থান প্রত্যক্ষণের ক্ষমতা (Spatial Ability), ২) সাধারণ বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা (Perceptual Ability), ৩) ভাষা ব্যবহারের ক্ষমতা (Ability of Verbal Fluency), ৪) অর্থ বোধের ক্ষমতা (Word Meaning), ৫) যুক্তি দেওয়ার ক্ষমতা (Ability of Reasoning), ৬) স্মরণ করার ক্ষমতা (Memory), ৭) সংখ্যা সংক্রান্ত ক্ষমতা (Numerical Ability)


থার্স্টোন বলেছেন – এই সব প্রাথমিক মানসিক ক্ষমতা বা উপাদান গুলি বিভিন্ন বৌদ্ধিক কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রয়োজন হয়। এই উপাদান গুলি কোন কোন বৌদ্ধিক কাজের ক্ষেত্রে একত্রে উপস্থিত থেকে  কাজগুলি  সম্পাদনে সাহায্য করে। আবার কোন কোন বৌদ্ধিক কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণে ভিন্ন ভিন্ন সংখ্যায় উপস্থিত থেকে কাজগুলি সম্পাদনে সাহায্য করে।





উপরের চিত্রে-- ১ নং কাজের ক্ষেত্রে কাজটি সম্পাদনের জন্য - (১) স্থান প্রত্যক্ষণের ক্ষমতা (S), (২) বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা (P), (৩) ভাষার ক্ষমতা (V) এবং (৪) অর্থ বোধের ক্ষমতা (W) – এই চারটি ক্ষমতার প্রয়োজন হয়েছে। অনুরূপভাবে ২ নং কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে- (১) ভাষার ক্ষমতা (V), (২) অর্থ বোধের ক্ষমতা (W), (৩) স্মরণ করার ক্ষমতা (M) এবং (৪) যুক্তি দেওয়ার ক্ষমতা (R)৩ নং কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে – (১) বস্তু প্রত্যক্ষণের ক্ষমতা (P), (২) অর্থ বোধের ক্ষমতা (W), (৩) যুক্তি দেওয়ার ক্ষমতা (R) এবং সংখ্যা সংক্রান্ত ক্ষমতা (N)