Significance of Maturation in Education.

শিক্ষায় পরিণমনের গুরুত্ব আলোচনা কর।

উঃ—শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব অপরিসীম। পরিণমন হল একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া যা শিশু তথা শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তার মধ্যে
শিখন প্রস্তুতি নিয়ে আসে। এর ফলে শিক্ষার্থী তথা শিশু শেখার উপযুক্ত হয়। যেমন – স্বাভাবিক নিয়মে শিশুর জিহ্বার জড়তা না কাটলে তাকে দিয়ে অনেক শব্দ উচ্চারণ করানো যায় না বা শেখানো যায় না। এক্ষেত্রে শিখন প্রক্রিয়াকে কার্যকর করার জন্য শিশুর পরিণমন বা পরিণমনের নির্দিষ্ট স্তর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

অর্থাৎ, শিক্ষায় বা শিখনে পরিণমনের গুরুত্ব অপরিসীম। পরিণমন ছাড়া শিখন সম্ভব নয়।