Difference between General Mental Ability and Special Mental Ability.

সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য উল্লেখ কর।

উঃ- সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য গুলি হল
--

সাধারণ মানসিক ক্ষমতা
বিশেষ মানসিক ক্ষমতা
১) সাধারণ মানসিক ক্ষমতা সাধারণধর্মী।
১) বিশেষ মানসিক ক্ষমতা বিশেষধর্মী।
২) সাধারণ মানসিক ক্ষমতা বিকাশশীল।
২) বিশেষ মানসিক ক্ষমতা প্রশিক্ষণযোগ্য।
৩) সাধারণ মানসিক ক্ষমতা একটি একক ক্ষমতা।
৩) বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় বহু।
৪) সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত।
৪) বিশেষ মানসিক ক্ষমতা জন্মগত ও অর্জিত উভয়ই হতে পারে।
৫) সাধারণ মানসিক ক্ষমতা এককভাবে কর্ম সম্পাদন করতে পারে।
৫) বিশেষ মানসিক ক্ষমতা সবসময় সাধারণ মানসিক ক্ষমতা নির্ভর হয়ে কাজ করে।
৬) সাধারণ মানসিক ক্ষমতা সবরকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়।
৬) বিশেষ মানসিক ক্ষমতা কেবল বিশেষধর্মী কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়।
৭) সাধারণ মানসিক ক্ষমতা অভিজ্ঞতার সঞ্চালনে সহায়তা করে।
৭) বিশেষ মানসিক ক্ষমতা খুব সিমিত ক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চালনে সাহায্য করে।