গড় কী ? গড়ের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ কর।
উঃ- সমজাতীয় কতকগুলি অসম পরিমাণ বস্তুর পরিমাপের সমতা যে সংখ্যা মানের সাহায্যে পরিবেশন করা হয়, তাকে বলা হয় গড় বা Mean।
গড়ের সুবিধাঃ-
১) গড় সর্বাপেক্ষা নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ।
২) গাণিতিক গড় বিভিন্ন বণ্টনের মধ্যে তুলনা করতে সাহায্য করে।
৩) গড়ের সাহায্যে একই বণ্টনের মধ্যেকার বিভিন্ন স্কোরের মধ্যে তুলনা করা যায়।
৪) সহজেই যে কোন বণ্টনের গড় নির্ণয় করা যায়।
গড়ের অসুবিধাঃ-
গড়ের অসুবিধাগুলি হল—
১) কেবলমাত্র তথ্যের পর্যবেক্ষণ করে গড় নির্ণয় করা যায় না।
২) গড় নির্ণয়ের সময় একগুচ্ছ তথ্যের মধ্যে কোন একটি তথ্য বাদ গেলে গড় নির্ণয় নির্ভুল হয় না।
৩) গড় স্কোরগুচ্ছের যে কোন একটি স্কোরের বাড়া কমার দ্বারা প্রভাবিত হয়।
৪) গড়ের দ্বারা কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে সময় লাগে।
৪) গড়ের দ্বারা কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে সময় লাগে।