থর্ণডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি
কী কী ?
উঃ- থর্ণডাইক তার
প্রচেষ্টা-ভুলের শিখন কৌশলের পরিপেক্ষিতে শিখনের ৮ টি সুত্রের কথা বলেছেন। এই ৮ টি
সূত্রকে তিনি দুটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যথা-
১) মুখ্য সূত্র এবং ২) গৌণ সূত্র।
১) মুখ্য সূত্র এবং ২) গৌণ সূত্র।
থর্ণডাইকের শিখন সংক্রান্ত
মুখ্য সূত্রগুলি হল –
(১) প্রস্তুতির সূত্র (Law of Readiness),
(২) অনুশীলনের সূত্র (Law of
Exercise),
(৩) ফললাভের সূত্র (Law of
Effect)।
থর্ণডাইকের শিখন সংক্রান্ত গৌণ
সূত্রগুলি হল –
(১) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র
(Law of Multiple Response),
(২) আংশিক প্রতিক্রিয়ার সূত্র
(Law of Partial Activity),
(৩) মানবিক অবস্থার সূত্র (Law
of Mental Set),
(৪) সাদৃশ্য বা উপমানের সূত্র
(Law of Analogy),
(৫) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র (Law of Associative
Shifting)।