কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির ব্যবহার উল্লেখ কর।
উঃ- রাশিবিজ্ঞানে প্রধানত তিন ধরণের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ব্যবহার করা হয়। সেগুলি হল – ১) গড় বা Mean, ২) মধ্যমান বা Median, ৩) ভুষিষ্ঠক বা Mode।
১) গড়ের ব্যবহারঃ-
১) যখন আমরা প্রকৃত কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে চাই।
২) যখন সবথেকে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতার মান বের করতে বলা হয়।
৩) যখন SD বা আদর্শ বিচ্যুতির মান বের করতে বলা হয়।
২) মধ্যমানের ব্যবহারঃ-
মধ্যমানের ব্যবহার করা হয় তখন—
১) যখন কোন বণ্টনের ঠিক মধ্যমানটি জানার প্রয়োজন হয়।
২) যখন তাড়াতাড়ি একটি কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করার প্রয়োজন হয়।
৩) যখন জানতে চাওয়া হয় বণ্টনের কোন কোন স্কোর উপরের অর্ধে আছে এবং কোন কোন স্কোর নিচের অর্ধে আছে।
৩) ভুষিষ্ঠক বা Mode:-
ভুষিষ্ঠকের ব্যবহার করা হয় তখন—
১) যখন জানতে চাওয়া হয় কোন স্কোরটি বণ্টনের মধ্যে সবথেকে বেশিবার আছে।
২) যখন খুব তাড়াতাড়ি কোন একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানার দরকার হয়।