Uses of Measurement of Central Tendencies.

কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির ব্যবহার উল্লেখ কর
উঃ- রাশিবিজ্ঞানে প্রধানত তিন ধরণের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ব্যবহার করা হয় সেগুলি হল) গড় বা Mean, ) মধ্যমান বা Median, ) ভুষিষ্ঠক বা Mode
) গড়ের ব্যবহারঃ-
গড় বা Mean এর ব্যবহার করা হয় তখন
---
) যখন আমরা প্রকৃত কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে চাই
) যখন সবথেকে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতার মান বের করতে বলা হয়
) যখন SD বা আদর্শ বিচ্যুতির মান বের করতে বলা হয়
) মধ্যমানের ব্যবহারঃ-
মধ্যমানের ব্যবহার করা হয় তখন
) যখন কোন বণ্টনের ঠিক মধ্যমানটি জানার প্রয়োজন হয়
) যখন তাড়াতাড়ি একটি কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করার প্রয়োজন হয়
) যখন জানতে চাওয়া হয় বণ্টনের কোন কোন স্কোর উপরের অর্ধে আছে এবং কোন কোন স্কোর নিচের অর্ধে আছে
) ভুষিষ্ঠক বা Mode:-
ভুষিষ্ঠকের ব্যবহার করা হয় তখন
) যখন জানতে চাওয়া হয় কোন স্কোরটি বণ্টনের মধ্যে সবথেকে বেশিবার আছে
) যখন খুব তাড়াতাড়ি কোন একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানার দরকার হয়