কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে ? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি উল্লেখ কর।
উঃ- সমষ্ঠীগতভাবে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের বিশেষ ক্ষেত্রের পারদর্শিতা অথবা, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একদল ব্যক্তির পারদর্শিতা প্রকাশ করার জন্য যে একক সংখ্যামান ব্যবহার করা হয়, তাকে বলে
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ (Measurement Of Central Tendency)।
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ (Measurement Of Central Tendency)।
রাশিবিজ্ঞানে প্রধানত তিন ধরণের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ব্যবহার করা হয়। সেগুলি হল – ১) গড় বা Mean, ২) মধ্যমান বা Median, ৩) ভুষিষ্ঠক বা Mode।
১) গড় বা Mean:-
সমজাতীয় কতকগুলি অসম পরিমাণ বস্তুর পরিমাপের সমতা যে সংখ্যা মানের সাহায্যে পরিবেশন করা হয়, তাকে বলা হয় গড় বা Mean।
২) মধ্যমান বা Median:-
মধ্যমান বা Median হল পরিমাপক স্কেলের এমন একটা বিন্দু যা পরিমাপক স্কেলটিকে সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ, বিন্দুর উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে।
৩) ভুষিষ্ঠক বা Mode:-
কোন একটি রাশিমালায় যে রাশিটি সবথেকে বেশিবার পুনরাবৃত্ত হয়েছে, সেই রাশিটিই হবে ঐ রাশিমালার ভুষিষ্ঠক বা Mode। কোন রাশিমালায় সবথেকে বেশিবার পুনরাবৃত্ত এমন একাধিক রাশি যদি থাকে তাহলে ঐ রাশিমালার ভুষিষ্ঠক বা Mode হবে একাধিক।