State the Difference between Classical Conditioning and Operent Conditioning.

প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
উঃ- প্রাচীন  অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মৌলিক পার্থক্য গুলি হল

প্রাচীন অনুবর্তন
সক্রিয় অনুবর্তন
১) প্রাচীন অনুবর্তনের সংগঠনটি হল—

১) সক্রিয় অনুবর্তনের সংগঠনটি হল—



২) প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন রাশীয়ান জীববিজ্ঞানী আইভান প্যাভলভ।
২) সক্রিয় অনুবর্তনের প্রবর্তক হলেন আমেরিকান মনোবিদ বি. এফ. স্কিনার।
৩) প্রাচীন অনুবর্তন প্রত্যাশামূলক।
৩) সক্রিয় অনুবর্তন নির্দেশমূলক।
৪) প্রাচীন অনুবর্তনে উদ্দীপক-প্রতিক্রিয়ার সংযোগ তাদের সাযুজ্যের (Contiguity) জন্য হয়।
৪) সক্রিয় অনুবর্তনে উদ্দীপক-প্রতিক্রিয়ার সংযোগ ফলের দ্বারা নির্বাচিত হয়।
৫) প্রাচীন অনুবর্তন একটি উদ্দীপক প্রধান প্রক্রিয়া (S-Type)
৫) সক্রিয় অনুবর্তন একটি প্রতিক্রিয়া প্রধান প্রক্রিয়া (R-Type)
৬) প্রাচীন অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপকটিকে প্রতিক্রিয়া ঘটার পূর্বে উপস্থাপন করা হয়।
৬) সক্রিয় অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপকটি প্রতিক্রিয়া সম্পাদনের পরে উপস্থিত হয়।
৭) প্রাচীন অনুবর্তন প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৭) সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৮) প্রাচীন অনুবর্তনে সময় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়।
৮) সক্রিয় অনুবর্তনে ফল ও পুরস্কারকে নিয়ন্ত্রণ করা হয়।
৯) প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত প্রতিক্রিয়াটি কৃত্তিম উদ্দীপক দ্বারা প্রাণীর মধ্যে জোর করে সৃষ্টি করা হয়।
৯) সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাবে প্রাণীর মধ্যে আসে।
১০) প্রাচীন অনুবর্তনকে Type-1 অনুবর্তন বলা হয়।
১০) সক্রিয় অনুবর্তনকে Type-2 অনুবর্তন বলা হয়।
১১) প্রাচীন অনুবর্তন রেসপণ্ডেন্ট জাতীয় আচরণের সঙ্গে সম্পর্ক যুক্ত।
১১) সক্রিয় অনুবর্তন অপারেন্ট জাতীয় আচরণের সঙ্গে সম্পর্ক যুক্ত।